মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন রূপকুমার বর্মণ। গত ১৩ জুন তাঁর মেয়াদ শেষ হয়েছে। তারপর উপাচার্য নিয়োগ হয়নি। রেজিস্ট্রার অরূপকুমার শীলকে পরীক্ষা নিয়ামকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রাক্তন, বর্তমান মিলিয়ে ইতিমধ্যেই মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক পড়ুয়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বাদ যায়নি প্রথম বর্ষের পড়ুয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্রেরাও।
রসকসমসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কক্ষপথে প্রবেশ করার সময় স্বয়ংক্রিয় স্টেশনে একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়। এর ফলে চাঁদে নামার আগেই বিপত্তি ঘটে।
লোকসভার সাম্প্রতিক অধিবেশনে অনাস্থা বিতর্কে অংশ নিয়ে নিলম্বিত (সাসপেন্ড) হওয়ার পরে শনিবারই প্রথম কলকাতায় এসে দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অধীর।