কর্নাটকে বিপুল জয়ের জন্য শিবকুমারের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলার কারণে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছাই করার ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
কর্নাটক বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়লাভ করেছে কংগ্রেস। ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসন তাদের দখলে। আগামী বৃহস্পতিবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান।
AICC spokesperson Pawan Khera on Tuesday said that a decision regarding the appointment of the Chief Minister of Karnataka will be revealed in a day or two. Khera informed reporters that the opinions of the newly-elected MLAs have been gathered and the central leadership is currently considering the matter.
মুখ্যমন্ত্রিত্ব ঘিরে টানাপড়েনের মধ্যেই মঙ্গলবার ‘অল ইন্ডিয়া বীরশৈব মহাসভা’র তরফে কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে এক জন লিঙ্গায়েত নেতাকে বসানোর দাবি তোলা হয়েছে।