তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আবার তা একই বিষয়ে। চাকরিও নিয়েছিলেন তারা বিচার বিভাগে। গাটছাড়াও বেঁধেছিলেন পরিবারের সম্মতিতে। তাদের শেষ কর্মস্থল ছিল একই জায়গায়। এমনকি তারা সেখানে একই বেঞ্চে পালা করে বিচারকার্য পরিচালনা করতেন। তারা একই সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিচারক স্বামী ফিরলেন করোনাজয় করে। আর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হে�