যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী এবং ছাত্র মিলিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ন’জন। সকলেই পুলিশ হেফাজতে। তাঁদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
পুলিশকে দেওয়া বয়ানে হস্টেলের এক আবাসিক জানিয়েছেন, তাঁর ঘর ছিল হস্টেলের চার তলায়। মৃত ছাত্রের ঘরের উপরের তলাতেই। তবে তিনি সিনিয়র হলেও তাঁর ঘরে সে দিন ‘ইন্ট্রো’ দিতে আসেননি ওই ছাত্র।
প্রথম বর্ষের কয়েক জন পড়ুয়াকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কোনও পড়ুয়া নতুন ভর্তি হলে, তাঁর সঙ্গে কেমন ব্যবহার করা হত, সেই সূত্রেই তা এসেছে প্রকাশ্যে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় শুক্রবার আরও তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন প্রাক্তনী এবং এক জন চতুর্থ বর্ষের ছাত্র বলে পুলিশ সূত্রে খবর।
শুক্রবার মৃতের মায়ের সঙ্গে আলাদা করে দীর্ঘ ক্ষণ কথা বলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সঙ্গে বিজেপি বিধায়কদের ১৭ জনের একটি দল ছিল। ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও।