এত দিন তারাতলা-জোকা মেট্রোপথে সারা দিনে ১২টি ট্রেন চলত। এবার সারা দিনে ২৪টি ট্রেন চলবে। সোম থেকে শুক্রবারের মধ্যে সকাল ৮টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোপরিষেবা চালু থাকবে।
The Joka-Taratala metro was opened for public on 30 December 2022 and was inaugurated by PM Modi. Joka-Taratala metro pass through six stations - Joka, Thakurpukur, Sakherbazar, Behala Chowrasta, Behala Bazar and Taratala.