যে এলাকায় একসময় লেবুর শরবত এবং আইসক্রিম বিক্রি করতেন, বর্তমানে সেখানকার একজন পুলিশ কর্মকর্তা অ্যানি সিবা (৩১)। ভারতের কেরালার তিরুঅনন্তপুরমের ভারকালা থানার সাব-ইন্সপেক্টর তিনি।
কলেজে প্রথম বর্ষে পড়ার সময় পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন অ্যানি। সন্তানসম্ভাবনা হয়ে পড়েন একপর্যায়ে।
ঠিক সেই সময় প্রেমিক তাকে ছেড়ে চলে যান। অথৈ জলে পড়েন অ্যানি। বাড়িতেও ফে�