বাসুদেব দাস, কাজ করেন পানের বরজে। পায়রার তীরে তার বসবাস। আছে টিনের ছাপরা ঘর। ঘরের অর্ধেকটা জুড়ে ছিল একটা চৌকি। বাকিটা রান্নাঘর। চৌকির নিচে রাখতেন রান্নার হাঁড়িপাতিল। সেখানে স্ত্রী, ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলে আর সাত বছরের যমজ মেয়ে নিয়েই ছিল তার সংসার। তবে ভবন তোলার নির্মাণসামগ্রী তার আশ্রয়টুকু দখল করেছে। তাই বাসুদেব পরিবারের ঠাঁই হয়েছে পলিথিনে মোড়ানো ঝুপড়িঘরে। যেখানে এই বর্ষা�