কোমর তাঁতে জামদানি শাল শিল্পীরা কেমন আছেন?
শিরীন সুলতানা অরুনা || রাইজিংবিডি.কম প্রকাশিত: ১৪:৩৭, ৪ জুলাই ২০২১
আপডেট: ১৪:৪১, ৪ জুলাই ২০২১
জামদানি শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বাংলার ইতিহাস আর ঐতিহ্যের কথা মনে আসে। এই জামদানি জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে নিবন্ধন সনদ পেয়েছে বাংলাদেশে। তাই জামদানি এবং জামদানি নকশা সব কিছুই এখন এই জিআই এর মধ্যে পড়ে।
এই যে আমরা বিভিন্ন শাল বা ত�