মৃতদের নাম সুরজকুমার পাসওয়ান এবং কবিতা কুমারী পাসওয়ান। রবিবার সকালে তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরা বাড়ির জানালা দিয়ে দেখতে পান দু’জন দু’টি ঘরে ঝুলছেন।
গ্যারাজে দাঁড় করানো গাড়ি থেকে যুগলের নিথর দেহ ছাড়াও থেকে উদ্ধার হয়েছিল মারিজুয়ানা এবং পেরাফেরনালিয়া নামে কিছু মাদক। সঙ্গমের আগে কি তাঁরা মাদকসেবন করেছিলেন? তা জানা যায়নি।