রাহুল দেব বর্মণের জন্মবার্ষিকীতে স্মৃতিমেদুর আশা ভোঁসলে। গায়িকা হিসাবে রাহুলই তাঁর প্রতিভার যোগ্য মূল্যায়ন করতে পেরেছিলেন, মত আশার। পঁচিশ বছরের সাঙ্গীতিক সংযোগ ছিল তাঁদের।
তাঁর ‘বেলাশুরু’ হয় পড়াশোনা করে। আর ‘বেলাশেষে’ সিনেমা না হলে চলে না। বাকি সময়টায় প্রয়োজন শুধু তিন জনকে। জন্মদিনে আনন্দবাজার অনলাইনের সঙ্গে দিলখোলা আড্ডায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
সেন পরিবারে বেড়ে ওঠা ঋদ্ধির সামনে শুধুই কি প্রথা ভাঙার উদাহরণ? নাকি প্রথা নয়, আদর্শ নয়, পরিবর্তন এবং পরিমার্জনই তাঁর কাছে জীবনের ধর্ম? জন্মদিনে আনন্দবাজার অনলাইনের সামনে পঁচিশের ঋদ্ধি সেন।
Since morning, the internet has been buzzing with sweet birthday wishes and notes in ode for the beautiful actor. Right from her ardent fans to her friends from the film industry, everyone is showering the ‘Mardaani’ star with love on her special day