শনিবারের জন্য মেট্রোতে বলবৎ নয়া নিয়ম। Updated By: Jul 16, 2021, 08:47 AM IST
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সেই মে মাসে স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার লাইফ লাইন। বন্ধ করে দেওয়া হয়েছিল শহরের মেট্রো (Kolkata Metro) পরিষেবা। তবে দ্বিতীয় ঢেউয়ের তেজ এখন একটু শিথিল। তাই আজ অর্থাৎ শুক্রবার থেকে গড়াল মেট্রোর (Kolkata Metro) চাকা। ১৬ মে থেকে দীর্ঘ ৬১ দিন পর ফের সকলের জন্য খুলে দেওয়া হল কলকাতা মেট্রো (Kolkata Metro)।
�