comparemela.com


west bengal extends covid restrictions till 15 august
রাজ্যে ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ল বিধিনিষেধের মেয়াদ
Tuhina Mondal | EiSamay.Com | Updated: 29 Jul 2021, 01:05:00 PM
Subscribe
রাজ্যে (West Bengal) করোনা সংক্রান্ত বিধিনিষেধের (covid restrictions west bengal) মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার। নির্দেশিকায় কী বলা হয়েছে, জেনে নিন বিস্তারিত…
 
Subscribe
হাইলাইটস
রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল।
এই মর্মে বৃহস্পতিবার একটি নির্দেশিকাও জারি করা হয়।
সংক্রমণ রুখতে করোনা সংক্রান্ত নিয়ম যাতে মানা হয় সেদিকে দেওয়া হচ্ছে বিশেষ নজর।
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হল। এই মর্মে বৃহস্পতিবার একটি নির্দেশিকাও জারি করা হয়। ৩১ জুলাই থেকে লাগু হবে এই নতুন নিয়ম।
সংক্রমণ রুখতে রাতে অযথা চলাফেরার উপর জারি নির্দেশিকা। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কোনও বিষয় এবং অত্যাবশ্যক কোনও কাজ ছাড়া বাড়ির বাইরে বার হওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। যাতে এই আইন কোনওভাবেই ভঙ্গ না হয়, সেদিকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। যদি কেউ এই বিধিনিষেধ ভঙ্গ করে সেক্ষেত্রে বিপর্যয় মোকাবিলা আইনে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ।
এবার থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে রুদ্ধদ্বার সরকারি অনুষ্ঠান করা যাবে। এছাড়াও মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি সহ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও সমস্ত অফিসগুলিতে যাতে কোভিড সম্পর্কি স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সেদিকে দিতে হবে বিশেষ নজর। নিয়মিত অফিস স্যানিটাইজ করতে হবে, কর্মীরা যাতে টিকা পান তা সুনিশ্চিত করতে হবে সংস্থাকেই।
প্রসঙ্গত, ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি ছিল। বর্তমানে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে মেট্রো। শনি এবং রবি বন্ধ থাকছে মেট্রো পরিষেভা।
উল্লেখ্য, বাংলায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। যার জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। লোকাল ট্রেন চালুর দাবিতে রাজ্যের বিভিন্ন স্টেশনে অবরোধের ছবিও সামনে এসেছে। কিন্তু, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত চলবে না লোকাল ট্রেন।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। এই সময় করোনা প্রাণ কেড়েছে ৬৪০ জনের। সংক্রমণ ৪০ হাজারের বেশি হওয়ায় কমছে না উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৮৪০ জন। দেশে সুস্থতার হার এই মুহূর্তে ৯৭.৩৮ শতাংশ।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
টাটকা খবরের আপডেট পেতে EI Samay ফেসবুক পেজ লাইক করুন
মন্তব্য করুন
এই বিষয়ে আরও পড়ুন

Related Keywords

,Being Special ,Regular Office ,இருப்பது சிறப்பு ,வழக்கமான அலுவலகம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.