comparemela.com


সর্বশেষ আপডেট:
১০ জুলাই ২০২১, শনিবার |
শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (০৫-০৮ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩০টির বা ৬১.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সোনালী লাইফের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ৪৫.৪৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের ৩১.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৬.৯৮ শতাংশ, আমান ফিডের ২৪.৩৪ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২৪.১৫ শতাংশ, এপোলো ইস্পাতের ২১.৪৩ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ১৯.৫৩ শতাংশ, বিকন ফার্মার ১৯.০৯ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১৮.৫৬ শতাংশ এবং সিলকো ফার্মার শেয়ার দর ১৮.৩৯ শতাংশ বেড়েছে।
আপনার মতামত দিন

Related Keywords

,Information Services ,Life Insurance ,Beacon Pharma ,தகவல் சேவைகள் ,வாழ்க்கை காப்பீடு ,பெக்கான் பார்மா ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.