comparemela.com


Anandabazar
Sanjana Banerjee: এ বার ওয়েবসিরিজে পা রাখছেন সঞ্জনা
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ১২ জুলাই ২০২১ ০৪:৩৩
সঞ্জনা
এ বার ওয়েব সিরিজ়ে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। পরিচালক অংশুমান প্রত্যুষের আগামী ওয়েব সিরিজ়ে কাজ করছেন নায়িকা। পথিকৃৎ বসুর ছবি ‘ফিদা’-তে যশ দাশগুপ্তের বিপরীতে নায়িকা হিসেবে টলিউডে যাত্রা শুরু করেছিলেন সঞ্জনা। তার পরে দীর্ঘ সময় তাঁকে আর পর্দায় দেখা যায়নি। এ প্রসঙ্গে সঞ্জনা বললেন, ‘‘আমি ‘ফিদা’ করার পরেই মুম্বই চলে গিয়েছিলাম। সেখানে কয়েকটা বিজ্ঞাপনে কাজ করি। অংশুমানের সিরিজ়ের চরিত্রটা শুনেই ভাল লেগেছিল।’’
এই সিরিজ়ে কাজের সূত্রেই সম্প্রতি কলকাতায় ফিরেছেন তিনি। এই ক্রাইম থ্রিলার সিরিজ়ে সঞ্জনাকে দেখা যাবে এক সন্ত্রাসবাদীর স্ত্রীর ভূমিকায়। সিরিজ়ের ‌মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা দীপাঞ্জন বসাককে। ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছেন তিনিও। এর আগে ‘পাওয়ার’, ‘চেজ়’, ‘চোরাবালি’র মতো কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
প্রায় দু’বছর তাঁকে পর্দায় দেখা না গেলেও এর মধ্যেই ন’টি অ্যাক্টিং ওয়ার্কশপ করে ফেলেছেন সঞ্জনা। নিজেকে গড়েপিটে প্রস্তুত করেই এ বার টলিউডে ফিরতে চান তিনি। সিনেমা হল আপাতত বন্ধ থাকায় এই মুহূর্তে ডিজিটাল মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে চান, জানালেন সঞ্জনা। ‘এসওএস কলকাতা’, ‘বাজ়ি’র মতো ছবির পরিচালক অংশুমানেরও এটি প্রথম ওয়েব সিরিজ়। শুটিং শুরু হওয়ার কথা আগামী সপ্তাহেই।
Advertisement

Related Keywords

Mumbai ,Maharashtra ,India ,Calcutta ,West Bengal , ,Tollywood Ex Start ,Crime Thriller ,Acting Workshop ,மும்பை ,மகாராஷ்டிரா ,இந்தியா ,கால்குட்டா ,மேற்கு பெங்கல் ,குற்றம் த்ரில்லர் ,நடிப்பு பணிமனை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.