comparemela.com


দক্ষিণ সিটির অভিযানে ৩৬ ভবনকে সোয়া ৫ লাখ টাকা জরিমানা
সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৫:১৬, ৪ আগস্ট ২০২১  
আপডেট: ০৭:৪৭, ৪ আগস্ট ২০২১
এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেলওয়ে অফিসার্স কোয়ার্টার ও জিগাতলা স্টাফ কোয়ার্টারসহ ৩৬ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ৫ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ অগাস্ট) দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব আদালত পরিচালনা করেন।
দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর পশ্চিম মালিবাগে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর ইডেন কলেজ স্টাফ কোয়ার্টার ও চাঁদনীঘাটে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর আর এম দাস রোড, লালমোহন দাস রোড ও ঠাকুর দাস রোডে শাহিন রেজা, অঞ্চল-৬ এর পশ্চিম দোলাইর পাড়ে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, অঞ্চল-৮ এর পশ্চিম বক্স নগরে কাজী হাফিজুল আমিন এবং অঞ্চল-১০ ও ২ এর উত্তর শাহজাহানপুর ও শান্তিনগর এলাকায় বিকাশ বিশ্বাস এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মধ্যে অঞ্চল-১ এর মেরীনা নাজনীন ধানমন্ডির স্বর্ণপট্টি ও সেন্ট্রাল রোডে, অঞ্চল-৩ আনিক-৩ এর আনিক বাবর আলী মীর জিগাতলা স্টাফ কোয়ার্টারে, অঞ্চল-৪ এর আনিক মো. হায়দর আলী বেচারাম দেউড়ি ও আলী হাজি লেনে, অঞ্চল-৫ এর আনিক টিপু সুলতান রোডে, অঞ্চল-৭ এর আনিক ড. মোহাম্মদ মাহে আলম উত্তর মান্ডায় এবং অঞ্চল-৯ এর আনিক মো. খায়রুল হাসান ভাঙ্গা প্রেস এলাকার আব্দুল গনি ভবনসহ আশপাশের এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারে মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ১০ হাজার এবং আনিক-৩ বাবর আলী মীর ময়লা-আবর্জনার জঞ্জাল সৃষ্টির মাধ্যমে এডিসের লার্ভা বিস্তার উপযোগী পরিবেশ সৃষ্টি করায় জিগাতলা স্টাফ কোয়ার্টারের সভাপতির বিরুদ্ধে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতসমূহ এ সময় ৬৬৩টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ৩৬টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩৬ মামলায় সর্বমোট ৫ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও এ সময় এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ৫১টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করা হয়।
ঢাকা/আসাদ/নাসিম
আরো পড়ুন  

Related Keywords

Muhammad Hasnat Morshed Bhuiyan ,Kazi Hafizul Amin ,Abdul Gani ,Nazneen Dhanmondi ,Khairul Hassan ,Ali Mir ,Salam Masum ,Shaheen Reza ,City Corporation John Regional ,Eden College Staff ,Railway Officers ,City Corporation ,South City ,South City Corporation John Regional ,Court Manage ,South City Corporation ,Road Shaheen Reza ,Central Road ,Babar Ali Mir ,Ali Haji Lane ,Tipu Sultan Road ,Babar Ali Mir Garbage ,அப்துல் கனி ,கைருல் ஹாசன் ,அலி மீர் ,ஷாஹீன் ரெஸ ,ரயில்வே அதிகாரிகள் ,நகரம் நிறுவனம் ,தெற்கு நகரம் ,தெற்கு நகரம் நிறுவனம் ,மைய சாலை ,தீப்பு சுல்தான் சாலை ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.