comparemela.com


খুলনা বিভাগে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু 
নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৪১, ৪ আগস্ট ২০২১  
আপডেট: ১২:৪৯, ৪ আগস্ট ২০২১
করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগের সাত জেলায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ‌্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ জন মারা যান। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৪৫ জনের।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মারা যাওয়া ৩৫ জনের মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় ৯ জন রযেছেন। এছাড়া, যশোরের ৭ জন, কুষ্টিয়ার ৬ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মাগুরায় তিন জন ও মেহেরপুরের তিন জন ও ঝিনাইদহের একজন মারা গেছেন। 
নুরুজ্জামান/ইভা
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Khulna ,Bangladesh ,Khulna District ,Chuadanga John ,Kushtia John ,Jasim Ahmed ,Khulna Department Health Do ,Khulna Department Health Office , ,Health Doe ,State John ,Health Office ,Khulna District John ,கூழ்ந ,பங்களாதேஷ் ,கூழ்ந மாவட்டம் ,நிலை ஜான் ,ஆரோக்கியம் அலுவலகம் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.