comparemela.com


হৃতিকের সঙ্গে সিনেমায় মহেশের ‘না’!
প্রকাশিত: ০৮:৫৪, ২৫ জুলাই ২০২১  
আপডেট: ১২:২৬, ২৫ জুলাই ২০২১
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও বলিউড অভিনেতা হৃতিক রোশান। তাদের একসঙ্গে সিনেমায় অভিনয়ের কথা থাকলেও তা হচ্ছে না বলে জানা গেছে।
প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে সিনেমা তৈরি করছেন প্রযোজক মধু মানতেনা। এই সিনেমার ঘোষণা দেওয়ার পর থেকে এতে কারা অভিনয় করবেন তা নিয়ে অনেক জল্পনা হয়েছে। এতেই মহেশ, হৃতিক ও দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে পর্দায় হাজির করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু মহেশ এই সিনেমাতে অভিনয় করতে রাজি নন। বলিউড হাঙ্গামা ডটকম এই তথ্য জানিয়েছে।
একটি সূত্র বলেন, ‘মধু মানতেনা ও পরিচালক  চাইছেন আগামী বছরের মাঝামাঝিতে শুটিং শুরু করতে। একই সময় এস এস রাজামৌলি তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। মহেশ সেই সিনেমা নিয়েই বেশি আগ্রহী।’
‘রামায়ণ’ সিনেমাটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি ও ‘মম’ সিনেমাখ্যাত পরিচালক রবি উদয়ওয়ার। প্রযোজনা করছেন মধু মানতেনা, আল্লু অরবিন্দ, নমিত মালহোত্রা। সিনেমাটি তিন ভাগে মুক্তি পাবে। এতে হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি ও পাঞ্জাবি ইন্ডাস্ট্রির অভিনেতারা অভিনয় করবেন। নির্মাতারা এটিকে ভারতের পাশাপাশি বিশ্বের সকল দর্শকের জন্য তৈরি করতে চাইছেন বলে জানা গেছে।
ঢাকা/মারুফ
সম্পর্কিত বিষয়:

Related Keywords

India ,Mahesh Babu ,Hrithik Roshan , ,India Southern ,Punjabi Industry ,இந்தியா ,மகேஷ் பாபு ,ஹிருத்திக் ரோஷன் ,பஂஜாபீ தொழில் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.