থাইল্যান্ডে একদিনে রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত
প্রকাশিত: ০৭:১১, ২২ জুলাই ২০২১
মহামারি করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে থাইল্যান্ডে। বুধবার (২১ জুলাই) সেখানে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গেল ২৪ ঘণ্টায় আশিয়ানভুক্ত দেশটিতে ১৩ হাজার ২ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। খবর আনাদোলু এজেন্সির।
থাইল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৪৭৭। অবশ্য গেল কয়েকদিন ধরেই দেশটিতে দৈনিক ১০ হাজারের ওপরে আক্রান্ত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ১০৮ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬১০ জন।
অবাক করা ব্যাপার হচ্ছে থাইল্যান্ডের ৩০ হাজারের অধিক বন্দি ও আসামি করোনা আক্রান্ত হয়েছেন। আর সেটা হয়েছে কারাগারগুলোতে অতিরিক্ত বন্দি ও আসামি থাকার কারণে।
এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯ লাখ। মারা গেছে ৭৬ হাজার ২০০ জন। আর ফিলিপাইনে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ। মারা গেছে ২৬ হাজার ৮৪৪ জন। মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪০ হাজার। যা তৃতীয় সর্বোচ্চ। আর আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে আছে থাইল্যান্ড।
সবচেয়ে কম আক্রান্ত ও মৃতের সংখ্যা ব্রুনাই দারুসসালামে। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০৫ জন।
ঢাকা/আমিনুল
আরো পড়ুন