ঈদের দিনে সড়ক দুর্ঘটনা, হেলপার নিহত
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:১৮, ২১ জুলাই ২০২১
টাঙ্গাইলের বাসাইলে দুটি ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। ঈদুল আজহার দিন (বুধবার, ২১ জুলাই) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হেলপারের নাম আজাহার আলী (৩২)। তিনি নাটোর জেলার আব্দুল মজিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে গরু ভর্তি একটি ট্রাক উত্তর বঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাসাইল উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই হেলপারের মৃত্যু হয়।
কাওছার/সাইফ
সম্পর্কিত বিষয়: