comparemela.com


বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত
সাইফ || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:১৫, ২১ জুলাই ২০২১  
আপডেট: ১১:২৩, ২১ জুলাই ২০২১
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২১ জুলাই) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।
নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকাল থেকেই বায়তুল মোকাররমে জাতীয় মসজিদে ঈদের জামাত পড়তে আসেন মুসল্লিরা। এদিকে, মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাগ নিয়ে আসা মুসল্লিদের তল্লাশি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। তবে নামাজ শেষে কোলাকুলি এড়িয়ে গেছেন অধিকাংশ মুসল্লি।
ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।
ঈদের নামাজের চতুর্থ জামাত সকাল ১০টায়। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেম। মুকাব্বির হিসেবে থাকবেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।
পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির হিসেবে থাকবেন জাতীয় মসজিদের প্রধান খাদেম মুক্কাব্বির মো. শহিদুল্লাহ।
ঢাকা/সাইফ

Related Keywords

Imam Hafez Maulana ,Maulana Rahman ,Hafez Qari Habib ,Hafez Qari Kazi Masudur ,Eid Azhar ,Temple Mukarram Eid Azhar ,Available Police ,Islamic Foundation Muhaddis Hafez Maulana Baby Khan ,Baitul Mukarram National ,Temple National ,Imam Hafez Mufti Maulana Rahman Baby ,Imam Hafez Mufti ,Hafez Qari Kazi Masudur Baby ,Imam Hafez Maulana Ehsanul Haque ,Hafez Qari Habib Baby ,ம Ula லானா ரஹ்மான் ,பைத்துல் முகரம் தேசிய ,கோயில் தேசிய ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.