comparemela.com


মিঠাপুকুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৫
রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৪৫, ১৮ জুলাই ২০২১  
আপডেট: ১৬:১৮, ১৮ জুলাই ২০২১
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।
রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বলদীপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন এ সব তথ‌্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সেলফি পরিবহনের বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদীপুকুর নামক স্থানে এলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহত হয়। বর্তমানে নিহত পাঁচজনের মরদেহ বড়দরগা হাইওয়ে থানা রয়েছে। 
এ বিষয়ে বড়দরগাহ্ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইয়ামিন-উদ-দৌলা জানান, নিহত পাঁচজনের মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন (৭২), সাভারের ধামরাই চৌতাল গ্রামের সেলফি পরিবহনের বাসচালক আব্দুল খলিল (৫০), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জমির উদ্দিনের ছেলে ফরিদ (৩৫), একই জেলার সাদুল্যাপুর উপজেলার ইসুবপুর গ্রামের বাবু মিয়ার মেয়ে বাবলী আক্তার (৯) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাজীপাড়ার মৃত আফাজ উদ্দিনের ছেলে আহসান হাবীব (২৭)।  
মিঠাপুকুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান বলেন, ‘আমরা সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়েছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 
আমিরুল/ইভা  

Related Keywords

Mithapukur ,Rangpur ,Bangladesh ,Zakir Hussain , ,Bus Rangpur ,Mithapukur Upazila Fire ,மிதாபுகூர் ,ரங்க்பூர் ,பங்களாதேஷ் ,ஜாகிர் ஹுசைன் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.