comparemela.com


গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনা টিকাদান শুরু
প্রকাশিত: ১০:৫২, ১৮ জুলাই ২০২১  
আপডেট: ১২:৪৬, ১৮ জুলাই ২০২১
করোনাভাইরাস সংক্রমণ রোধে গাজীপুরে কারখানার শ্রমিকদের করোনা টিকাদান শুরু হয়েছে। প্রথম দিনে চারটি কারখানার ১২ হাজার শ্রমিককে  এই টিকা দেওয়া হবে।
রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কোনাবাড়ি এলাকার তুসুকার ডেনিম ওয়াশিং কারখানার মিলনায়তনের এই টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পোশাক শ্রমিক ও কর্মকর্তাদের টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, বিজিএমইএর সভাপতি ফারুক হোসেন, বিজিএমইএ’র সহ-সভাপতি নাসির উদ্দিন , মার্কস্ অ‌্যান্ড স্পেনসর হেড অফ কান্ট্রি স্বপ্না ভৌমিক, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং প্রমুখ।
তুসুকা কারখানায় সুপারভাইজার ওবায়দুর হক বলেন, ‘সহজে টিকা দিতে পেরে ভালো লাগছে। আমি আগেও চেষ্টা করেছিলাম টিকা দেওয়ার জন্য কিন্তু রেজিস্ট্রেশনের ঝামেলার কারণে টিকা দেওয়া হয়নি।’
একই কারখানার শ্রমিক ফাতেমা বলেন, ‘টিকা দিয়েছি এখন গ্রামে ঈদ করতে যাওয়ায় আর সমস্যা হবে না। নিজেও সুস্থ থাকবো পরিবারের সবাইকেও সুস্থ রাখতে পারবো। টিকা দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ।’
গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, আজ সকাল থেকে ৪ কারখানায় একযোগে পোশাক শ্রমিকদের টিকা দেওয়া কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে  টিকা পাচ্ছেন গাজীপুরের লক্ষিপুরা এলাকার স্পারো এ্যাপারেলস লিমিটেড, ভোগরা এলাকার রোজভ্যালী গার্মেন্টস  ও কোনাবাড়ি এলাকার তুসকা গ্রুপের দুইটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোতে টিকাদান কর্মসূচি অব্যহত থাকবে।
গাজীপুর/রেজাউল/বুলাকী
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Gazipur District ,Rangpur ,Bangladesh ,Gazipur Konabari ,Faruk Hussain ,Nasir Ahmed ,Zakir Hassan ,Jahangir Alam ,Gazipur City Corporation ,Gazipur Factory ,Gazipur Civil ,Special Guest ,Gazipur Metropolitan ,Deputy Commissioner Zakir Hassan ,President Nasir Ahmed ,Country Swapna ,Country Director Singh ,For But ,Can Gazipur ,காஜிப்புர் மாவட்டம் ,ரங்க்பூர் ,பங்களாதேஷ் ,பாருக் ஹுசைன் ,ஜாகிர் ஹாசன் ,ஜஹாங்கிர் ஆலம் ,காஜிப்புர் நகரம் நிறுவனம் ,சிறப்பு விருந்தினர் ,காஜிப்புர் பெருநகர ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.