comparemela.com


ধামরাইয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের চালক নিহত
সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:২৫, ১৭ জুলাই ২০২১  
আপডেট: ০৮:২৭, ১৭ জুলাই ২০২১
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়ির চাপায় আ. কাদের (৪১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আ: কাদের ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের মনুর উদ্দিনের ছেলে।
ওসি মনিরুল ইসলাম জানান, রাতের দিকে অজ্ঞাত গাড়ি চাপায় আহত হয়ে ঘটনাস্থলেই আ. কাদের নিহত হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
 
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Dhamrai ,Dhaka ,Bangladesh , ,Dhamrai Union ,District Dhaka Aricha ,தம்ராய் ,டாக்கா ,பங்களாதேஷ் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.