comparemela.com


সাতছড়িতে ১২টি পাখি অবমুক্ত, খাঁচা ও ফাঁদ জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:০২, ১২ জুলাই ২০২১  
আপডেট: ০৯:১০, ১২ জুলাই ২০২১
হবিগঞ্জে পাখি শিকারীদের তৎপরতা বেড়েছে। এসব শিকারীরা হয়ে খাঁচা ও ফাঁদ নিয়ে পাখি শিকারে নেমে পড়েছে। জেলার মাধবপুর থেকে অভিযান চালিয়ে নানা প্রজাতির ১২টি পাখি, পাখি রাখার ১৬টি খাঁচা ও ২৬টি পাখি শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ।
অভিযানে উদ্ধার হওয়া পাখির মধ্যে রয়েছে ৪টি পাতি শরালি, ১টি ডাহুক, ৫টি ঘুঘু ও ২টি শালিক।  রোববার (১১ জুলাই) বিকেলে এসব পাখি চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।  
সাতছড়ি বন্যপ্রাণি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন- এর আগে শনিবার (৯ জুলাই) দিনব্যাপী মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি, খাঁচা ও ফাঁদ জব্দ করা হয়।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার দিকনির্দেশনায় সাতছড়ি বন্যপ্রাণি রেঞ্জের স্টাফ, পিপলস ফোরামের সভাপতি শফিকুল ইসলাম আবুল, কমলপুর পাখি প্রেমি সোসাইটির সভাপতি মোসাহিদ মসি ও স্থানীয় লোকজন এ অভিযানে অংশ নেন।
মামুন/টিপু
আরো পড়ুন  

Related Keywords

Madhabpur ,Bangladesh General ,Bangladesh ,Habiganj ,Sylhet ,Kamalpur , ,Madhabpur District Chaumuhani Union Kamalpur ,People Forum ,Forest Category ,Wildlife Management ,People Forum President Shafiqul Islam ,Society President ,மாதப்பூர் ,பங்களாதேஷ் ,ஹபீகாஞ்ச் ,ஸைலெட் ,கமல்பூர் ,மக்கள் மன்றம் ,வனவிலங்கு மேலாண்மை ,சமூகம் ப்ரெஸிடெஂட் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.