comparemela.com


মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার করোনায় আক্রান্ত
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৪:৩০, ৭ জুলাই ২০২১  
আপডেট: ০৪:৩৪, ৭ জুলাই ২০২১
মাগুরা ২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ জুলাই) তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। পরে রাতে ফল পজিটিভ আসে।
ড. শ্রী বীরেন শিকদার বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
এ তথ্য নিশ্চিত করেছেন সংসদ সদস্যের সহকারী একান্ত সচিব শিশির সরকার। তিনি বলেন, তাঁরা বাসাতেই আইসোলেশনে আছেন।
শারীরিকভাবে সংসদ সদস্যের তেমন কোনো জটিলতা নেই। দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শাহীন/নাসিম
আরো পড়ুন  

Related Keywords

Viren Sikder , ,Sports State ,Sri Viren Sikder ,They House ,விளையாட்டு நிலை ,அவர்கள் வீடு ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.