কুষ্টিয়ার হাসপাতালে রোগী নিয়ে হিমশিম
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:১৩, ৪ জুলাই ২০২১
আপডেট: ১৩:১৫, ৪ জুলাই ২০২১
করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে অতিরিক্ত রোগীর কারণে শয্যা ও অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। ফলে রোগী নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তাপস কুমার সরকার জানান, এ হাসপাতালে করোনা ডেডিকেটেড হিসাবে চিকিৎসাসেবা চলমান রয়েছে। রোববার (৪ জুলাই) সকাল পর্যন্ত হাসপাতালে ২শ ৭৩জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২০৫ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৬৮ জন।
তিনি বলেন, হাসপাতালে শয্যা সঙ্কট দেখা দেওয়ায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এভাবে করোনা রোগি বাড়তে থাকলে চিকিৎসা ব্যহত হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাশাপাশি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০জন করোনা রোগী ভর্তি রয়েছে। হঠাৎ করে বেশি রোগী ভর্তি হওয়ায় অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে। ৪৮টি সিলিন্ডার দিয়ে সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি যে দিকে যাচ্ছে তা সামাল দিতে আরও অন্তত ১০০ সিলিন্ডার প্রয়োজন।
এদিকে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জন, উপসর্গ নিয়ে আরো ৬জন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে একজন ও নিজ বাড়িতে আরো একজন।
নতুন গত ২৪ ঘণ্টায় ১শ ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬৯ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮ হাজার ৪শ ৭৫ জনে। মৃত্যু হয়েছে ২শ ৩০ জনের।
অপর দিকে বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হওয়া লকডাউনের আজ ৪র্থ দিন। এই লকডাউন বাস্তবায়নে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় শহরে মানুষ কম বের হয়েছেন।
কাঞ্চন কুমার/টিপু
আরো পড়ুন