comparemela.com


হরিণের চামড়াসহ ৪ শিকারি গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৯:০১, ৪ জুলাই ২০২১  
আপডেট: ০৯:০৭, ৪ জুলাই ২০২১
বাগেরহাটের শরণখোলায় দুটি হরিণের চামড়াসহ চার চোরা শিকারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 
শনিবার (০৩ জুলাই) শরণখোলা উপজেলার শরণখোলা-সোনাতলা বেরিবাধ কাঁচা রাস্তার ওপর থেকে এদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন—শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আমির মল্লিকের ছেলে মো. জাকির মল্লিক (৪৫) ও তার ছেলে মো. ওমর সানী মল্লিক (১৯), দক্ষিণরাজাপুর গ্রামের মো. নূরুল হক ফরাজীর ছেলে মো. মাসুম ফরাজী (৩০) এবং একই গ্রামের মো. আমির পহলানের ছেলে মো. হাজিফুর পহলান (৩৫)।
র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়াসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি মুঠোফোনও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বন‌্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
টুটুল/বুলাকী
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Khulna ,Bangladesh ,Bagerhat ,Bangladesh General ,Masum Faraji ,Aamir Ali ,Zakir Mallick ,Bajlur Rashid , ,Sharonkhola District ,Sharonkhola District Shonatala ,Omor Sunny Mallick ,Forest Law ,கூழ்ந ,பங்களாதேஷ் ,அமீர் அலி ,காடு சட்டம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.