comparemela.com


আমিরের দ্বিতীয় সংসারেও ভাঙন
প্রকাশিত: ১২:৩২, ৩ জুলাই ২০২১  
আপডেট: ১৬:২৩, ৩ জুলাই ২০২১
বলিউড সুপারস্টার আমির খানের দ্বিতীয় সংসারেও ভাঙন। কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি।
এক যৌথ বিবৃতিতে আমির ও কিরণ রাও লিখেছেন, ‘একসঙ্গে চমৎকার এই ১৫ বছরে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। আনন্দ, হাসি এবং বিশ্বাস, সম্মান ও ভালোবাসার মাধ্যমে আমাদের সম্পর্ক এগিয়েছে। এখন আমরা জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে চাই— স্বামী-স্ত্রী হয়ে নয়, তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে।’
বলিউডের এই তারকা জুটি আরো জানান, তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দু’জন মিলেই করবেন। তারা লিখেছেন, ‘আমরা কিছুক্ষণ আগেই পরিকল্পনা করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আনুষ্ঠানিকভাবে সবকিছু করতে কিছুটা স্বস্তিবোধ করছি। এখন আমরা আলাদা থাকব তবে আমাদের সবকিছু শেয়ার করব, যেমনটা যৌথ পরিবারে হয়। আমাদের সন্তান আজাদ রাওয়ের দেখাশোনা একসঙ্গে করব।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট— যেগুলোতে আমাদের প্যাশন রয়েছে সেগুলোতে আমরা একসঙ্গে কাজ করব। আমাদের বিষয়টি বোঝার জন্য পরিবারের সদস্য ও বন্ধুদের ধন্যবাদ। তাদের ছাড়া এই পদক্ষেপ নেওয়া নিরাপদ হতো না। আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, আমাদের জন্য আশীর্বাদ ও শুভ কামনা করবেন। পাশাপাশি আমাদের মতো আপনারাও এই ভিভোর্সকে একবারে শেষ হিসেবে দেখবেন না, বরং এটি একটি নতুন শুরু।’
‘লগান’ সিনেমার সেটে আমিরের সঙ্গে কিরণ রাওয়ের পরিচয়। সিনেমাটির সহকারী পরিচালক ছিলেন কিরণ। ২০০৫ সালে বিয়ে করেন তারা। এর আগে রিনা দত্তকে বিয়ে করছিলেন আমির। রিনা-আমির দম্পতির দুই সন্তান জুনাইদ ও ইরা খান।
ঢাকা/মারুফ
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Azad Rao Khan ,Rina Dutt ,Ira Khan ,Azad Rao ,Kiran Rao ,Foundatione Other ,Aamir Khan ,New Start ,அசாத் ராவ் காந் ,இரா காந் ,அசாத் ராவ் ,கிறன் ராவ் ,அமீர் காந் ,புதியது தொடங்கு ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.