comparemela.com


সুন্দরবন কুরিয়ার থেকে ৩৯ লাখ টাকার জর্দা আটক
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৪:২৬, ২৯ জুন ২০২১  
শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে প্রায় ৩৯ লাখ টাকা মুল্যের জর্দা আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (২৮ জুন) রাতে এই বিপুল পরিমাণ জর্দা আটকের তথ্য জানান, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আকবর হোসেন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, প্রায় ১৬ লক্ষ টাকা শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৪০ কার্টন জর্দা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচার করা হচ্ছি। গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ জর্দা আটক করতে সক্ষম হয়।
আটককৃত জর্দার মুল্য প্রায় ৩৯ লাখ টাকা। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।
রেজাউল/নাসিম
আরো পড়ুন  

Related Keywords

Sundarbans ,Khulna ,Bangladesh ,Akbar Hussain , ,Sundarbans Courier ,Chittagong City Sundarbans Courier ,Chittagong Customs ,Chittagong Customs Excise ,கூழ்ந ,பங்களாதேஷ் ,சிட்டகாங் சுங்க ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.