comparemela.com


আয় বহির্ভূত সম্পদ, ফাঁসলেন সরকারি চাকরিজীবী দম্পতি
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:২৪, ২৮ জুন ২০২১  
আপডেট: ১০:২৬, ২৮ জুন ২০২১
অর্ধকোটি টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ও সরকারি স্কুল শিক্ষিকা দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক কুষ্টিয়া।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়- কুষ্টিয়া’র সহকারী পরিচালক আলমগীর হোসেন রোববার (২৭ জুন) বিকেলে দুটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, রংপুর তারাগঞ্জ উপজেলার ইকরচালী গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার মিয়ার ছেলে সাবেক কুষ্টিয়া জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা (বর্তমানে রংপুরে কর্মরত) আশারাফুল আলম এবং তার স্ত্রী রংপুর সদর উপজেলার রাধাকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. আয়শা খাতুন।
মামলার এজাহার সূত্রের বর্ণনা দিয়ে দুদকের কৌশুলি অ্যাড. আল-মুজাহিদ মিঠু জানান, কুষ্টিয়ার সাবেক জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম তার কর্মজীবনের ১৯৮৯ সাল থেকে ২০১৯ সাল সময়কালের মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৩৬ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। অন্যদিকে তার স্ত্রী আয়শা খাতুন যৌথভাবে কর্মজীবনের ১৯৯৫ সাল থেকে ২০১৯ সাল সময়কালের মধ্যে প্রায় ২১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আহরণ করেছেন। দুদকের প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে এর সত্যতা পাওয়া গেছে।
তিনি জানান, আসামিদ্বয়ের দখলে থাকা প্রায় দুই কোটি টাকার সম্পত্তির মধ্যে অর্ধকোটি টাকারও বেশি সম্পত্তি জ্ঞাত আয় বহির্ভূত। তাদের বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের দ.বি. ২৬(২) ও ২৭(১) ধারা এবং ২০১২ সালের মান্ডি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২ ও ৩) তৎসহ ১০৯ ধারায় অপরাধের অভিযোগ এনে দুটি মামলা দায়ের করা হয়।
কাঞ্চন কুমার/টিপু
আরো পড়ুন  

Related Keywords

Taraganj ,Bangladesh General ,Bangladesh ,Kushtia District ,Khulna ,Kushtia ,Ayesha Khatun ,District Office ,Report Known ,Hussain Sunday ,Rangpur Taraganj District ,Rangpur Working ,Rangpur Headquarters District ,Ashraful Alam Her ,பங்களாதேஷ் ,குஷ்டியா மாவட்டம் ,கூழ்ந ,குஷ்டியா ,ஆயிஷா கடுங் ,மாவட்டம் அலுவலகம் ,அறிக்கை அறியப்படுகிறது ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.