comparemela.com


ঢাকা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি 
রায়হান হোসেন || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৪৪, ২৭ জুন ২০২১  
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) উদ্যোগে কলেজের গার্ডেনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 
শনিবার (২৬ জুন) কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আই কে সেলিমুল্লাহ খোন্দকার এ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য।
এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, করোনা পরিস্থিতিতে ঢাকসাসে বৃক্ষরোপণ কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিৎ। বিশেষ করে ভেষজ ও ফলজ গাছ লাগাতে সবাইকে আহ্বান জানান তিনি।
সাংবাদিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন সাগরের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা আরা বেগম, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সনজিদা খাতুন, দক্ষিণ হলের প্রভোস্ট আনোয়ার মাহমুদ।
এছাড়া ঢাকসাস সহ-সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক এ জেড ভূঁইয়া আনাস, অর্থ সম্পাদক আব্দুল হাকিমসহ কলেজ রোভার স্কাউট ও সাংবাদিক সমিতির সদস্যরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
রায়হান/মাহি 
সম্পর্কিত বিষয়:

Related Keywords

Sabujbag ,Khulna ,Bangladesh ,Dhaka ,Billal Hussain Sea ,Abdul Rahim ,Abdul Quddus Sikder ,Az Bhuiyan Anas ,College Principal Supriya Bhattacharya ,Dhaka College ,College Gardens ,College Principal ,College Principal Professor Shamima Ara Begum ,Editor Abdul College Rover Scout ,Special Guest ,Association President Billal Hussain Sea ,Principal Professor ,Chairman Professor ,Vice President Abdul Rahim ,ঢ ক ,கூழ்ந ,பங்களாதேஷ் ,டாக்கா ,அப்துல் ரஹீம் ,டாக்கா கல்லூரி ,கல்லூரி தோட்டங்கள் ,கல்லூரி ப்ரிந்ஸிபல் ,சிறப்பு விருந்தினர் ,ப்ரிந்ஸிபல் ப்ரொஃபெஸர் ,தலைவர் ப்ரொஃபெஸர் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.