comparemela.com


পাকিস্তানের অর্থনীতি প্রায় ধসে পড়েছে। সরকারি কোষাগারেও অর্থ নেই। এই পরিস্থিতি সামলাতে এবার সরকারি বাসভবন ভাড়া দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।  এর মাধ্যমে আয়ের রাস্তা খুঁজছেন তিনি।
ইমরানের বাসভবনকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার পরিকল্পনা ছিল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ সরকারের। আর সেই কারণে ২০১৯ সালের আগস্টে সরকারি বাসভবন খালি করে দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। আপাতত সেই সিদ্ধান্ত বাতিল করে ওই বাসভবনের রেড জোন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন, শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে বলে জানিয়েছেন ইমরান খান।
শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রীর বাসভবনে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়টি নজরদারির জন্য দুটি কমিটিও গঠন করা হয়েছে।
এদিকে খরচ কমাতে কোনো রাজ্যপালরা তাদের বাসভবনে থাকবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
 
এই রকম আরো খবর

Related Keywords

Pakistan ,Imran Khan ,Simran University ,Pakistan Economics ,Country Prime Minister Imran Khan ,Pakistan Tehreeke Insaf ,Pakistan Prime Minister ,Prime Minister ,Prime Minister Imran ,பாக்கிஸ்தான் ,இம்ரான் காந் ,பாக்கிஸ்தான் ப்ரைம் அமைச்சர் ,ப்ரைம் அமைச்சர் ,ப்ரைம் அமைச்சர் இம்ரான் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.