comparemela.com


জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের সাজিপাড়া মহল্লায় স্ত্রীকে জবাই করে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটেছে। পুলিশ স্ত্রীর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে। আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আক্কেলপুর পৌর সদরের সাজিপাড়া মহল্লার আলী আকবর ও তার স্ত্রী হালিমা বেগমের ২৫ বছরের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগেই ছিল। তারই জের ধরে আজ শুক্রবার ভোরে আলী আকবর স্ত্রী হালিমাকে বাড়ির শয়ন কক্ষে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর নিজে বিষপান করেন। এ সময় তাদের সন্তানরা স্বজনদের বাড়িতে ছিল। পরে খবর পেয়ে পুলিশ হালিমার মরদেহ উদ্ধার করে। আর আলী আকবরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য বগুড়ার শজিমেক হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের পরিবারে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।   
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে স্ত্রী হালিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে আলী আকবরকে আটকের পর মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
এই রকম আরো খবর

Related Keywords

Ali Akbar ,R Ali Akbar ,Halima Begum ,Joypurhat Akkelpur ,Junior ,Akkelpur Upazila Health ,Bmw ,Police Halima ,Akkelpur Upazila Health Complex ,Her State ,Sayeedur Baby ,For Joypurhat ,Legal Law ,ஹலிமா பிச்சம் ,ஜூனியர் ,பிஎம்டபிள்யூ ,அவள் நிலை ,சட்டப்பூர்வமானது சட்டம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.