comparemela.com


যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জানা গেছে, ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে সেখানকার মানুষজন বিপাকে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তাঘাট ও আন্ডারগ্রাউন্ড লাইনে পানির উচ্চতা দ্রুত বেড়ে গেছে। ফলে বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। স্থানীয় সময় রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় তিন শতাধিক জরুরি কল পেয়েছে সেখানকার দমকল বাহিনী।
বৈরী আবহাওয়ার মধ্যে বাইরে বের হওয়ার ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বেশিরভাগ এলাকায় বজ্র বৃষ্টির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোনো কোনো এলাকায় ৭৫ থেকে একশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। লন্ডনের কাছে দুটি এলাকায় জোরালো বন্যার সতর্কতা জানানো হয়েছে। ১৪টি এলাকায় বন্যা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্র: বিবিসি।
এই রকম আরো খবর

Related Keywords

United Kingdom ,London ,City Of , ,United Kingdom Press ,London Casual ,South East England ,ஒன்றுபட்டது கிஂக்டம் ,லண்டன் ,நகரம் ஆஃப் ,ஒன்றுபட்டது கிஂக்டம் ப்ரெஸ் ,தெற்கு கிழக்கு இங்கிலாந்து ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.