comparemela.com


নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।
শুক্রবার (২৩ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ শোক প্রকাশ করেন তাঁরা।
বিবৃতিতে তিনি মরহুম মোশারফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মোশারফ হোসেন গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর এবং তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ এক শোক বার্তায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি মরহুম মোশারফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন , আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই রকম আরো খবর

Related Keywords

Sonargaon ,Bangladesh General ,Bangladesh ,Narayanganj District ,Dhaka ,Sheikh Hasina ,Musharraf Hussain ,Bmw ,Bangladesh Al Department Editor ,Prime Minister ,Chairman Musharraf Hussein ,Prime Minister Sheikh Hasina ,Revolution Barua ,Musharraf Hussein ,Her Age ,Roads Transport ,பங்களாதேஷ் ,நாராயங்கஞ்ச் மாவட்டம் ,டாக்கா ,ஷேக் ஹசினா ,முஷாரஃப் ஹுசைன் ,பிஎம்டபிள்யூ ,ப்ரைம் அமைச்சர் ,ப்ரைம் அமைச்சர் ஷேக் ஹசினா ,சாலைகள் போக்குவரத்து ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.