comparemela.com


একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য গণসংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
স্বনামধন্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাতে রাজধানীর গুলশানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
এক শোকবার্তায় ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম জানান, বাংলাদেশের সংগীত অঙ্গনে ফকির আলমগীর ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তিনি গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করতেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কর্মের মধ্যেই এদেশের আপামর জনসাধারণের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।
ডিএনসিসির মেয়র মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাতদিনের সেরা

Related Keywords

Bangladesh ,Atiqul Islam ,Iiia City Corporation ,Fakir Alamgir ,Mayor Atik ,Fakir Alamgir Friday ,Mayor Deceased ,பங்களாதேஷ் ,ஃபக்கீர் அளகிற் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.