comparemela.com


ময়মনসিংহে লাগামহীন হয়ে পড়েছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেক হাসপাতালে এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
রবিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাওয়া বেগম (৬০), নুরুল হক (৮৫), ভালুকার হেলেনা বেগম (৭০), শেরপুরের নালিতাবাড়ীর মোস্তফা কামাল (৪৫), বৈশিষ্ট্য (৭০), আক্কাস আলী (৭৫) ও নেত্রকোনা সদরের আনোয়ার আহমেদ (৫৫)।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান-ময়মনসিংহ সদরের শাহাদত মিয়া (৬৭), শামসুন্নাহার (৬৫), জামালপুরের ইমলামপুর উপজেলার জমিলা খাতুন (৬০), সদরের জামিল হোসাইন (৪৫), নেত্রকোনা সদরের শামসুল হুদা (৭৮), আমরোজ আলী (৭৫), সোনিয়া বেগম (৩২), কেন্দুয়ার রুমেলা আক্তার (৫৫), মোহনগঞ্জের খোদেজা বেগম (৬৫), শেরপুর সদরের নুরুল ইসলাম (৮০), সুইটি বেগম (২৬), গেন্দাফুল (৩৫) ও টাঙ্গাইল সদরের রহিমা খাতুন (৭০)। 
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪১১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫২টি নমুনা পরীক্ষা করে ১৯৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
সাতদিনের সেরা

Related Keywords

Mymensingh ,Bangladesh General ,Bangladesh ,Sherpur ,Dhaka ,Jamalpur District ,Tangail ,Mymensingh District ,Gandhi Begum ,Rahima Khatun ,Shamsul Huda ,Helena Begum ,Khodeja Begum ,Jamil Hussain ,Manwar Ahmed ,Sweety Begum ,Mymensingh Medical College , ,Sherpur Nalitabari Wireless Plans ,ம்ய்மேஞ்சிங்க் ,பங்களாதேஷ் ,ஷெர்பூர் ,டாக்கா ,ஜமல்பூர் மாவட்டம் ,ம்ய்மேஞ்சிங்க் மாவட்டம் ,ரஹிமா கடுங் ,ஷம்சுல் ஹூடா ,ஹெலினா பிச்சம் ,ஜாமில் ஹுசைன் ,இனியவளே பிச்சம் ,ம்ய்மேஞ்சிங்க் மருத்துவ கல்லூரி ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.