comparemela.com


প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মিজানুর রহমান তোতা (৬৫) না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
আজ শনিবার সকাল ৭টায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কভিড-১৯-এ আক্রান্ত ছিলেন। তা ছাড়া তার মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছিল। এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি রয়েছে তার।
১৯৫৭ সালের ৩০ ডিসেম্বর তিনি ঝিনাইদহ শহরের চরমুরারীদহে জন্মগ্রহণ করেন। যশোর শহরের নতুন খয়েরতলায় তিনি স্থায়ীভাবে বসবাস করতেন।
তিনি অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য, প্রেস ক্লাব যশোরের একবার সেক্রেটারি ও তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ ৪৩ বছর তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
আজ শনিবার বাদ জোহর যশোর শহরের খয়েরতলা জামে মসজিদে তার নামাজে জানাজা সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মিজানুর রহমান তোতার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।
এই রকম আরো খবর

Related Keywords

Bangladesh ,Jessore ,Khulna ,Zahid Hasan Tutu ,Rahsan Kabir , ,Rahman Baby ,Press Club ,Daily Inqilab Southern ,Jessore General Hospital ,State Her ,December He Jhenaidaha City ,Bangladesh Federal ,Johor Jessore City Jami ,President Zahid Hasan Tutu ,Editor Ahsan ,பங்களாதேஷ் ,ஜெசோர் ,கூழ்ந ,குசன் கபீர் ,ப்ரெஸ் சங்கம் ,ஜெசோர் ஜநரல் மருத்துவமனை ,நிலை அவள் ,பங்களாதேஷ் கூட்டாட்சியின் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.