comparemela.com


ফুরিয়ে গেছে করোনাভাইরাসের টিকা কোভিশিল্ড। ফলে দিল্লিতে সরকার পরিচালিত অধিকাংশ টিকাকেন্দ্র আজ মঙ্গলবার বন্ধ থাকছে। গতকাল সোমবার এ কথা জানিয়েছেন দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। 
পর্যাপ্ত টিকা না থাকার কারণে গতকাল সোমবার রাজধানী দিল্লিতে টিকাকরণ হয়েছে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম।
পর্যাপ্ত টিকার অভাব নিয়ে মণীশ এক টুইট বার্তায় বলেছেন, আবারো দিল্লিতে টিকা ফুরিয়ে গেছে। কেন্দ্র যা টিকা দিয়েছে তাতে দু-এক দিন চলবে। তারপর আবার বেশ কয়েক দিন বন্ধ থাকবে। শুরু হওয়ার এত দিন পরও কেন দেশের টিকাকরণ কর্মসূচিতে ঘাটতি হচ্ছে?
টিকার অভাবের বিষয়টি নিয়ে আগেও সরব হয়েছিল দিল্লি। ২১ জুন সব রাজ্যকে বিনা মূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। 
তার পরেও বেশ কিছুদিন টিকা দেওয়া বন্ধ ছিল দিল্লিতে। দিল্লি ছাড়া পুরো ভারতে গত কয়েক সপ্তাহে টিকাকরণে ঘাটতি দেখা গেছে।
সূত্র : আনন্দবাজার।
এই রকম আরো খবর

Related Keywords

Delhi ,India ,New Delhi , ,Kingdom Free ,டெல்ஹி ,இந்தியா ,புதியது டெல்ஹி ,கிஂக்டம் இலவசம் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.