comparemela.com


গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তাঁর বন্ধু সোহেল মিয়া (৩০) ও প্লাবন মিয়া (৩২) আহত হন।
রবিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমানের বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সৈদার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আশিকুর রহমান ২০১৫ সাল থেকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আজ রাত ৯টার দিকে বন্ধু প্লাবন ও সোহেলকে নিয়ে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। জেলা শহরের পূর্বপাড়া হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁদের পথরোধ করে। আচমকা ধারালো অস্ত্র দিয়ে আশিকুর রহমানকে আঘাত করে তারা। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান এ খবর নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাতদিনের সেরা

Related Keywords

,Rashikur Rahman ,Purbaparha Halim ,Sohail Mia ,Stratigraphy District Union ,District Stratigraphy ,Editorhm Ashikur Baby ,Cataclysm Mia ,District City Halim ,Ashikur Baby ,District City Purbaparha Halim ,Rangpur General Hospital ,Rangpur Headquarters ,Followers Baby ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.