comparemela.com


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।
আজ সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও অণুজীববিজ্ঞান বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে অনলাইনে শুরু হলো পরীক্ষা নেওয়া কার্যক্রম।
জানা গেছে, প্রতিষ্ঠানের ই-মেইল ব্যবহার করে গুগল ক্লাসরুমে চলে এ পরীক্ষা। এর আগে গত ২৮, ২৯ ও ৩০ জুন টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর তত্ত্বাবধানে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপে দুই সেশনে তিন ঘণ্টা করে অনুষ্ঠিত হয় অনলাইন পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম। হাতে-কলমে প্রশিক্ষণ পান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রত্যেক বিভাগের প্রত্যেক ব্যাচের শ্রেণি প্রতিনিধিসহ ৪-৫ জন করে প্রায় ৬০০   শিক্ষার্থী এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করা কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার রুলস রেগুলেশন এবং কীভাবে পরীক্ষা হবে সেই বিষয়ে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ পাওয়া শিক্ষার্থীরা আবার বিষয়গুলো বিভাগের অন্য সহপাঠীদের বুঝিয়ে দেন।
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফরিদ দেওয়ান বলেন, 'আমরা শিক্ষার্থীদের আগে ডেমো পরীক্ষা নিয়েছিলাম। সবকিছু আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে তাঁদের। করোনার কারণে শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত। অনলাইনে দ্রুত পরীক্ষা নিয়ে সেশনজটের কবল থেকে তাঁদের মুক্তি দিতে চাই।'
অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, 'আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী জুলাই মাসে এবং ঈদের আগেই অনলাইনে পরীক্ষা নেওয়া শুরু করেছি।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, 'দীর্ঘ ১৫-১৬ মাসের এই করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে পড়েছে। বারবার চেষ্টা করেও আমরা পরীক্ষা নিতে পারিনি। আমাদের শিক্ষার্থীরা মার্চ মাসে পরীক্ষা দিতে নোয়াখালী এসেও ফিরে গিয়েছিল। পরিস্থিতির কারণে পরীক্ষা নিতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার বিকল্প নেই। আজ দুই বিভাগের পরীক্ষা চলছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সকল বিভাগের পরীক্ষা শুরু করতে পারব।'
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজটের কবল থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে গত ২৩ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের এক বৈঠকে অনলাইনেই চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় নোবিপ্রবি প্রশাসন।
এই রকম আরো খবর

Related Keywords

Noakhali ,Bangladesh General ,Bangladesh ,Farid Dewan ,Feroz Ahmed ,Google ,University Vc Professor ,University Quality ,Academic Council ,University Economics ,Noakhali Science ,Hands Training ,Rules Regulations ,Chairman Farid Dewan ,June Academic Council ,நொஅகாழி ,பங்களாதேஷ் ,கூகிள் ,பல்கலைக்கழகம் தரம் ,பல்கலைக்கழகம் பொருளாதாரம் ,நொஅகாழி அறிவியல் ,கைகள் பயிற்சி ,விதிகள் ஒழுங்குமுறைகள் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.