comparemela.com


নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস এর জুস ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় হতাহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করা হয়েছে। আবেদনে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ টাকা  এবং আহতদের প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
শনিবার (১০ জুলাই) রাতে চারটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ই-মেইলে এই রিট আবেদন পাঠানো হয়েছে। আজ রবিবার হাইকোর্টে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।
মানবাধিকার সংগঠনগুলো হলো- আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি।
গত ৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের জুসের কারখানায় আগুন লেগে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সেখান থেকে এখন পর্যন্ত ৫২ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন শ্রমিক।
এই হতাহতের ঘটনায় শনিবার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রতিস্ঠানটির মালিক (সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক) আবুল হাসেম, তার ছেলে হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ ও প্রকৌশলী মো. আলাউদ্দিনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে এই আট আসামিকে গ্রেপ্তারের পর চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এই রকম আরো খবর

Related Keywords

Bangladesh ,Rupganj Hashem ,Shahan Shah Azad ,Supreme Court Registrar ,Rights Society ,High Court ,District Rupganj Hashem Foods ,Human Rights ,Supreme Court Registrar General ,Sunday High Court ,Services Trust ,July Thursday ,Group Chairman ,Bin Hashem ,Fabric Ibrahim ,Shah Azad ,Deputy Naming Rashid ,பங்களாதேஷ் ,உச்ச நீதிமன்றம் பதிவாளர் ,உரிமைகள் சமூகம் ,உயர் நீதிமன்றம் ,மனிதன் உரிமைகள் ,உச்ச நீதிமன்றம் பதிவாளர் ஜநரல் ,ஞாயிற்றுக்கிழமை உயர் நீதிமன்றம் ,சேவைகள் நம்பிக்கை ,ஜூலை வியாழன் ,குழு தலைவர் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.