comparemela.com


রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।
আজ শনিবার (১০ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইয়ুব হোসেন জানান, অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজন মারা গেছেন। শুক্রবার রাতে ইয়াসমিন আক্তার ও আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর স্বামী আব্দুল মতিন মারা যান। আগুনে মতিনের শরীরের ৯২ শতাংশ ও ইয়াসমিন আক্তারের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ একই পরিবারের আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এঁদের মধ্যে আব্দুল মতিন ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারের মৃত্যুর পর এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে তাঁদের মেয়ে মায়েশা (৯) ও আয়েশা (৫) এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫)।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে আয়েশার ৪৬ শতাংশ, মায়শার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। 
এই রকম আরো খবর

Related Keywords

,Yasmin Akhtar ,Khair Raihan ,Sheikh Hasina National Bern ,Institute Senior ,Kamrangir Char Road ,Job Hussain ,Yasmin Meters ,நிறுவனம் மூத்தவர் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.