রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন।
আজ শনিবার (১০ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আইয়ুব হোসেন জানান, অটোরিকশার চার্জার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুইজন মারা গেছেন। শুক্রবার রাতে ইয়াসমিন আক্তার ও আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর স্বামী আব্দুল মতিন মারা যান। আগুনে মতিনের শরীরের ৯২ শতাংশ ও ইয়াসমিন আক্তারের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ একই পরিবারের আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এঁদের মধ্যে আব্দুল মতিন ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারের মৃত্যুর পর এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে তাঁদের মেয়ে মায়েশা (৯) ও আয়েশা (৫) এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫)।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে আয়েশার ৪৬ শতাংশ, মায়শার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
এই রকম আরো খবর