comparemela.com


সাতক্ষীরার কলারোয়ায় পাওনা টাকা নিয়ে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের এক ঘুষিতে রেজাউল ইসলাম শেখ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওফাপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ওফাপুর গ্রামের মাজেদ ঢালীর একই গ্রমের রেজাউল শেখের নিকট ১২ শ টাকা পাওনা ছিল। বুধবার রাতে এ বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মাজেদ ও তার ছেলে উজ্জ্বলসহ কয়েকজন রেজাউল ইসলামের ওপর হামলা করে। এ সময় উজ্জ্বলের এক ঘুষিতে ঘটনাস্থলেই রেজাউল মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাতদিনের সেরা

Related Keywords

Islam Sheikh ,Ghafoor Sheikh ,Mir Khairul ,Majed Dhali ,Satkhira Kolaroa District Union ,Ink Islam Sheikh ,Ink Islam ,Link Sheikh ,இஸ்லாம் ஷேக் ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.