comparemela.com


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি। আজ বুধবার (৭ জুলাই) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাঈদা নাসরিনের স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন সাঈদা নাসরিন। হাসপাতালে থাকা অবস্থায় তিনি কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে তাঁর।
পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর ৪টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁকে দাফন করা হবে  সিরাজগঞ্জে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, 'আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রিয় বাবলী। কিছুতেই তাঁকে আমরা ফেরাতে পারলাম না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর মৃত্যুতে শোকাহত। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।'
'প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি'- এই ক্যাপশন লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ২০ জুন নিজের অসুস্থতার কথা জানান সাঈদা নাসরিন বাবলি।
এই রকম আরো খবর

Related Keywords

Abdullah Al Mahmud Bashar ,Saida Nasrin ,Salam Abdullah ,Saida Nasrin Babli ,Jagannath University ,Professor Saida Nasrin Babli ,Square Hospital ,Association President ,Light Alam Abdullah ,Paradise Gardens ,Social Communication Medium Facebook ,அப்துல்லா அல் மஹ்மூத் பஷர் ,ஜெகந்நாத் பல்கலைக்கழகம் ,சதுரம் மருத்துவமனை ,சங்கம் ப்ரெஸிடெஂட் ,சொர்க்கம் தோட்டங்கள் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.