comparemela.com


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর কোনাঘাটান মা ও শিশু কেন্দ্র ১০ শয্যাবিশিষ্ট  হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এ সময় উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন করোনা পরীক্ষার টিকিট সংগ্রহ ‘ফি’ নিজের পকেট থেকে দিয়ে দেন। নারী ও পুরুষ মিলে ১০০ জনের বেশি লোকের করোনার নমুনা নেওয়া হয়।
নমুনা সংগ্রহ কার্যক্রমের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-মামুন ভুইয়া, আওয়ামী লীগের সভাপতি মো. শাহরিয়া ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী আজমল প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত কসবা উপজেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৪২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫২০ জনের। তবে ১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত নমুনা সংগ্রহ করা ৫২ জনের মধ্যে পজিটিভ হয় ৩৯ জনের।
এই রকম আরো খবর

Related Keywords

Kasba ,Bangladesh General ,Bangladesh ,Nurunnaby Ajmal ,Al Mamun Bhuiyan ,Guest Kasba Upazila Council ,Union Council ,Brahmanbaria Kasba Upazila ,Outstanding Hospital ,Guest Kasba Upazila Council Chairman Advocate ,Kaiser Bhuiyan ,Kasba Upazila ,Union Council Chairman Al Mamun Bhuiyan ,Shoes Islam ,Editor Nurunnaby Ajmal ,கஸ்பா ,பங்களாதேஷ் ,அல் மாமுங் பூயான் ,தொழிற்சங்கம் சபை ,கஸ்பா அப்யாஸீல ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.