comparemela.com


যুক্তরাষ্ট্র তাদের শিশু সৈনিক প্রতিরোধ আইনের (সিএসপিএ) তালিকায় গত বৃহস্পতিবার পাকিস্তান ও তুরস্কের নাম যুক্ত করেছে। ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে এসব দেশকে সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে এবং জাতিসংঘের শান্তিরক্ষা কর্মসূচিতে ওই দেশগুলোর তালিকাভুক্ত হওয়া বাতিল হতে পারে।
অন্য যেসব দেশ শিশু সৈনিক ব্যবহার করে, শিশু সৈনিক প্রতিরোধ আইনের (সিএসপিএ) আওতায় প্রতি বছর সে ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। সশস্ত্র বাহিনী, পুলিশ, অন্য নিরাপত্তা বাহিনী এবং সরকার সমর্থিত বাহিনীতে শিশুদের ব্যবহারের বিষয়টি বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়।
জানা গেছে, ২০২১ সালে সিএসপিএ যে তালিকা তৈরি করেছে, তাতে রয়েছে- আফগানিস্তান, মিয়ানমার, কঙ্গো, ইরান, ইরাক, লিবিয়া, মালি, নাইজেরিয়া, পাকিস্তান, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তুরস্ক, ভেনিজুয়েলা ও ইয়েমেনের নাম।
এরমধ্যে তিনটি দেশের নাম ২০১০ সাল থেকে প্রতিবছর এই তালিকায় উঠেছে। দেশ তিনটি হলো- কঙ্গো, সোমালিয়া ও ইয়েমেন।
সূত্র: ডন নিউজ
এই রকম আরো খবর

Related Keywords

South Sudan ,Afghanistan ,Iraq ,Nigeria ,United States ,Mali ,Iran ,Congo ,Yemen ,Libya ,Syria ,Somalia ,Turkey ,Pakistan , ,United Nations ,Thursday Pakistan ,Turkey Name ,Dawn News ,Yemen Name ,தெற்கு சூடான் ,இராக் ,நைஜீரியா ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,மாலி ,இரண் ,காங்கோ ,யேமன் ,லிபியா ,சிரியா ,சோமாலியா ,வான்கோழி ,பாக்கிஸ்தான் ,ஒன்றுபட்டது நாடுகள் ,வியாழன் பாக்கிஸ்தான் ,விடியல் செய்தி ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.