comparemela.com


শোনো, আমি ঝিকরগাছাতে একটা ভাড়া পেয়েছি। প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে দুপুরের ভেতরে বাসায় এসে ভাত খাবো। তুমি রান্না করে রেখো। মোবাইলে স্ত্রীর সাথে কথাগুলো বলে ইঞ্জিনচালিত মোট ভ্যানে করে কাজে রওয়ানা দেন ২০ বছরের টগবগে যুবক আলমগীর হোসেন উজ্জল। কিন্তু কে জানে এই ফোনকল তার শেষ কল হবে। শেষ এই ফোন কলটির পরে আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আলমগীর হোসেনের।
গতকাল শনিবার (৩ জুলাই) সকালে স্ত্রীর সাথে কথাগুলো বলে কাজে বের হওয়ার পর থেকে প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ রয়েছে এই যুবক। বিচ্ছিন্ন রয়েছে তার ব্যবহৃত মোবাইল নেটওয়ার্ক। 
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি আলমগীর হোসেনের। নিখোঁজ আলমগীর হোসেন ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
নিখোঁজের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে ভ্যান নিয়ে কাজে বের হন আলমগীর হোসেন। এর আগে কোনদিন এমনটা হয়নি। কাজে বের হয়ে সব সময় পরিবারের সাথে যোগাযোগ রাখতেন তিনি। ঘটনার দিনও কাজে বের হয়ে স্ত্রীর সাথে মোবাইলে কথা বলে দুপুরে বাড়িতে ফিরে আসার কথা জানালেও আর ফিরে আসেননি আলমগীর। শেষ কলটির পর থেকেই বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল। 
জেলার প্রতিটি থানা ও ফাঁড়িসহ সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী, সন্তানসহ স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে না পেয়ে পরিবারের মাঝে চলছে শোকের মাতম।
সন্তানকে ফিরে পেতে মা বাবা, স্বামীকে ফিরে পেতে স্ত্রী এবং একমাত্র সন্তান তার পিতাকে খুঁজে পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় একটি সাধারন ডাইরি (জিডি) করা হয়েছে। 
বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) মেজবাহ আহম্মেদ জানান, আমরা বিভিন্নভাবে তার খোঁজখবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 
এই রকম আরো খবর

Related Keywords

Abdul Latif , ,Search News ,District Nishchintopur ,Her Father ,Normal Diary ,Bill Ahmed ,Her Gen ,அப்துல் லாடிஃப் ,தேடல் செய்தி ,அவள் அப்பா ,

© 2024 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.