comparemela.com


জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালরচর হাটের ঝালরচর পশ্চিম পাড়া জামে মসজিদটি ব্রহ্মপুত্র নদের ভাঙনে এখন তীব্র ঝুঁকির মুখে। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয় মুসল্লিরা মিলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ভাঙন ঠেকানোর।
মসজিদ সূত্রে জানা গেছে, গত বছর ভয়াবহ বন্যার সময় মসজিদটি নদীগর্ভে বিলীন হবার উপক্রম হলে স্থানীয় এলাকাবাসী ১ লক্ষ  ৪০ হাজার টাকা খরচ করে বাঁশ আর মাটির বস্তা দিয়ে প্রতিরোধবাঁধ নির্মাণ করে নদীভাঙনের হাত থেকে মসজিদ থেকে রক্ষা করেছিলেন। কিন্তু এ বছর সে সব বাঁশ আর বস্তা পুরাতন হয়ে ধসে গেছে। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, এ বছর বন্যা শুরু হবার আগেই চরম হুমকির মুখে এই পুরাতন মসজিদটি। এটি একটি জামে মসজিদ যেখানে প্রতি শুক্রবার প্রায় ৩শতাধিক মানুষ নামায আদায় করেন। 
স্থানীয়রা পলিথিন দিয়ে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে এটি রক্ষা করার। এখনই মসজিদটি রক্ষার কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করা না হলে হয়ত অল্প কিছুদিনের মধ্যেই নদীগর্ভে চলে যেতে পারে। 
স্থানীয় মসজিদের ইমাম ক্বারী আব্দুল লতিফ জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে কয়েকবার দেখে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ কালের কণ্ঠকে জানান, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। মসজিদ এবং ঝালরচর হাট দুটিই হুমকির মুখে। এ ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপাতত কয়েক দিনের মধ্যেই জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন জানিয়েছেন, আমি খোঁজ-খবর নিয়ে দেখবো কী করা যায়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানিয়েছেন, আজি আমি সেখানে যাবো এবং আপৎকালীন ভাঙন মোকাবেলা করার জন্য আমার দপ্তর থেকে যদি কোনো অর্থ দেওয়ার প্রয়োজন হয় আমি সাধ্যমত চেষ্টা করবো। 
এই রকম আরো খবর

Related Keywords

Bahadurabad ,Dhaka ,Bangladesh ,Jamalpur District ,Abu Saeed ,Imam Qari Abdul Latif ,Bmw ,Mr Charity ,Development Board ,District Bahadurabad Union Hat ,I Department ,District Bahadurabad Union Hat West ,Jami Mosque ,Solomon Hussain ,Fori Department ,பஹதுராபாத் ,டாக்கா ,பங்களாதேஷ் ,ஜமல்பூர் மாவட்டம் ,பிஎம்டபிள்யூ ,ர் தொண்டு ,வளர்ச்சி பலகை ,நான் துறை ,ஜாமி பள்ளிவாசல் ,

© 2025 Vimarsana

comparemela.com © 2020. All Rights Reserved.