করোনাভাইরাস মহামারি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির জন্য সাপাহারে এসেছিলেন নওগাঁ পুলিশ সুপার প্রোকৌশলী আব্দুল মান্নান মিয়া। এছাড়া আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁর সাপাহারে চলতি আমবাজারে অতিরিক্ত যানজট দ্রুত নিরসনে একটি অত্যাধুনিক রে-কার মেশিন এর বার্তা নিয়ে আসেন তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাপাহার জিরো পয়েন্টে এসে স্বাস্ব্যবিধি অনুসরণ করে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, পুলিশ কাউকে অযথা হয়রানি নয়, মানুষের উপকার করার জন্য সর্বক্ষণ কাজে নিয়োজিত থাকবে। করোনা মোকাবেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াই। আমাদের প্রত্যেকের লড়াই ৭১সালের মতো। এ লড়াইয়ে আমরা যেন জয়লাভ করতে পারি সে লক্ষ্য সামনে রেখে আমাদেরকে একযোগে কাজ করে যেতে হবে।
সরকারের ডাকা এক সপ্তাহের লকডাউকে আমরা সকলে মেনে ঘরে থাকবো, অযথা কেউ ঘরের বাইরে বের হবো না। শেষে তিনি রে-কার মেশিনের গুনাগুণ সম্পর্কে কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবং বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়ের সদয় সানুগ্রহে একটি রে-কার মেশিন দিয়েছেন। যা জেলার সকল উপজেলার যানজট কমাতে রেকারিং করবে, যাতে করে অবৈধ পার্কিংয়ের জন্য গাড়ির পেছনে যেন যানজট সৃষ্টি না হয়।
এ বিষয়ে নওগাঁর জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম আরো বলেন, আমাদের জেলাতে যানজট কমাতে আমরা একটি রেকার পেয়েছি। মূলত এটি যে উপজেলায় যানজট সৃষ্টি হবে আমরা তাৎক্ষণিক সেই এলাকাতে রেকারিং এর মাধ্যমে তা অতি দ্রুত সময়ের জন্য যানজট নিরসন করবো।
এসময় সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মাহমুদ সহ পুলিশের বেশ কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
এই রকম আরো খবর